ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) গাজার চিকিৎসকরা এ তথ্য জানান।
গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় ৬১ ফিলিস্তিনি নিহত এবং ১৬২ জন আহত হয়েছেন। ফলে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৯৩৯ জনে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এ ছাড়া গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৯৪ হাজার ৬১৬ জন আহত হয়েছেন। পাশাপাশি বিধ্বস্ত ভবনের নিচে এখনো কয়েক হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইসরায়েলি বাহিনী ও হামাসের যুদ্ধের এগারো মাস পেরিয়ে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে এবং এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। এতে সংঘাতের অবসান এবং গাজায় আটক ইসরায়েলি ও বিদেশী বন্দীদের মুক্তির প্রচেষ্টাও আলোর মুখ দেখছে না।
কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েল ও হামাস উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্র নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। তবে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি নেই কারণ, উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য বেশ বড়। মার্কিন প্রধান মধ্যস্থতাকারী সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে একটি বিস্তারিত প্রস্তাব আনা হবে।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post