৫ই আগস্ট সরকার পতনের পর বিজয়মিছিলে আনন্দে ফেটে পড়ে ছাত্র জনতা। প্রবাসীরাও দেশ কাল সীমানার গণ্ডি ছাড়িয়ে সামিল হন সেই উৎসবে।
১৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয় সৌদি আরবের মাহাইলে। নিয়মের তোয়াক্কা না করে শত শত প্রবাসী বাংলাদেশি জমায়েত হন সেখানে।নিরাপত্তার স্বার্থে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সৌদি পুলিশ। সেখান থেকেই আটক করা হয় ৮ প্রবাসী বাংলাদেশিকে।গত ২৩ দিন ধরে এই ৮ প্রবাসী বাংলাদেশির পরিবারে নেমে এসেছে বিনা মেঘে বজ্রপাত।
এই ৮ জন সৌদি প্রবাসী বাংলাদেশির মুক্তি ও কর্মস্থলে ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীদের পরিবার।সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।বক্তব্যে ভুক্তভোগীর পরিবারের সদস্য মো. নুরুল কবির বলেন, গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে আটক আছেন যারা, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের আটকের কারণে তাদের পরিবার অসহায় দিনযাপন করছে।সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েন সৌদি প্রবাসী আটক বাংলাদেশিদের পরিবার সদস্যরা। নিজেদের অসহায়তা জানিয়ে আকুল আবেদন জানান সরকারের কাছে। যেন অন্তবর্তীকালীন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এই ৮ আটক সৌদি প্রবাসীকে মুক্তি দেয়া হয়।
এস এম/
Discussion about this post