দেশের বিভিন্ন স্থানে মাজার ও বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্টের ব্যানারে এ বিক্ষোভ পালন করেন তারা।
দুপুর সাড়ে ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা ১৫ দফা দাবিতে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। মহান আওলিয়া কেরামের মাজারে হাওয়ার তীব্র প্রতিবাদ জানান তারা।
নারী পুরুষের সমবেত এ আন্দোলনে তাঁরা যে কোনো ধরনের অপসংস্কৃতির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্দির মসজিদ ভাঙার নামে যারা রাজনীতি করছেন তাদের কোন ছাড় নয় বলে গর্জে উঠেন আন্দোলনরতরা।
ইসলাম শান্তির ধর্ম জানিয়ে কোনো চরমপন্থী কাজ ইসলাম ধর্ম সমর্থন করেন না বলে সাফ জানিয়ে দেন তারা। অর্ন্তবর্তীকালীন সরকার মন্দির লুটপাট, হামলা, ভাংচুরের অভিযোগ আমলে নিয়ে আইনি পদক্ষেপ নিলেও মাজারে হামলার বিষয়ে কেন নীরব সেটাও জানতে চান তারা।
দ্রুততম সময়ের মধ্যে এসব হামলাকারীদের শনাক্ত করে তাঁদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান এ সংগঠনটির নেতাকর্মীরা।
এস আর/
Discussion about this post