দেশের গণ্ডি পেরিয়ে টলিউডে ছবিতে অভিষেক হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির। গত মার্চ-এপ্রিলে নির্মাতা দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে বাকি আছে ডাবিং। আর তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না তিনি।
জানা গেছে, ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না পরীমণি। যার ফলে আটকে গেছে টালিউডে তার প্রথম সিনেমা ‘ফেলুবকশি’র শুটিং। পাঁচ মাস আগে কলকাতায় গিয়ে সিনেমাটির শুটিং শুরু করলেও এখন শেষ করা নিয়ে জটিলতায় পড়ে গেছেন পরীমণি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে চিত্রনায়িকা বলেন, আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। কলকাতায় এটা আমার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।
‘ফেলুবকশি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এ সিনেমাটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।
প্রসঙ্গত, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব।’ এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। আপাতত কাজের বাইরে ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন তিনি।
এস আই/
Discussion about this post