কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ বিবিরবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ১০ বিজিবির বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয়।
এসময়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ জন কৃষকদের মাঝে ৩৫০০ আটি ইরি- ২২ জাতের ধানের চারা বিতরণ করা হয়।
পরে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লা জেলার কোতয়ালী সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষিখাত, আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে এই সামান্য সহযোগীতা করা হয়েছে।
এস/এইচ
Discussion about this post