বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।
এক সপ্তাহ আগে ১১ সেপ্টেম্বর রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আজও বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা করা হবে। তবে এসব পরীক্ষা শেষ করে আজই বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেনের বরাত দিয়ে প্রেসউইংয়ের ওই কর্মকর্তা।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
২০২৩ সালে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। এরপর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ওই বছরের ২৭ অক্টোবর তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে টানা চিকিৎসা নিতে হয়েছিল। গত ২৫ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।
এস আই/
Discussion about this post