প্রবাসীদের অধিকার রক্ষা ও দাবি-দাওয়া আদায়ে আত্মপ্রকাশ করলো ‘বাংলাদেশি প্রবাসী ও অভিবাসী পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন। এর মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসাইন সৈয়দকে আহ্বায়ক ও সৌদি প্রবাসী ফজলুল হক মুন্নাকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
প্রবাসীদের দেশে-বিদেশে নানা রকম হয়রানি ও বঞ্চনার শিকার হতে হয়। এ নিয়ে তাদের অভিযোগ-ক্ষোভও বহুদিনের। প্রবাসীদের এই ক্ষোভকে ব্যবহার করে প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কয়েক বছর আগে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নামে একটা সংগঠন গড়ে ওঠে যার প্রধান উপদেষ্টা হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
কিন্তু কয়েক মাস আগে ভিপি নুরের বিরুদ্ধে প্রবাসীদের পাঠানো অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন দল ভিপি নুরেরই দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাবেক আহবায়ক ড. রেজা কিবরিয়াসহ একাধিক নেতা।
ফলে গণ অধিকার পরিষদ ভিপি নুর গ্রুপ ও ড. রেজা কিবরিয়া গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এর প্রভাব পড়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ওপরও। বিকল্প চিন্তা-ভাবনা শুরু করেন প্রবাসীরা।
কোনো রাজনৈতিক নেতৃত্বের তাবেদারি না করে প্রবাসীদের অধিকার রক্ষায় ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সংগঠিত থাকার প্রয়োজনীয়তা থেকে সামনে রেখে আলোচনা শুরু করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী প্রতিনিধিরা।
দীর্ঘ আলোচনার পর অবশেষে সম্প্রতি (৪ ডিসেম্বর) ‘বাংলাদেশি প্রবাসী ও অভিবাসী পরিষদ’ নামে একটি স্বতন্ত্র, অরাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে একমত হন তারা। ‘বাংলাদেশি প্রবাসী ও অভিবাসী পরিষদ’র ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আহবায়ক হলেন দেলোয়ার হোসেন সৈয়দ (ইউকে)। সৌদি প্রবাসী ফজলুল হক মুন্নাকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া যুগ্ম আহবায়ক করা হয়েছে মো. অলি হোসাইন তালুকদার (ডেনমার্ক), জাফর চৌধরী (আমেরিকা), মাহবুবুল করিম সুয়েদ (ইউকে), শাকিল আদনান (সৌদি আরব), আরিফ রশিদ (কানাডা), ইমরান সাদিক আদনান (পর্তুগাল), মোহাম্মদ দেলোয়ার হোসেন (ইউকে), সোহাগ মাহমুদ সাইফ (সুইডেন), মাওলানা ফরিদউদ্দিন মজনু (ইউকে), দেলোয়ার রাজা চৌধুরী দারা (স্পেন) ও এনাম আহমেদকে (ইউএই)।
কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মজহারুল ইসলাম শাকিল (কুয়েত), শাহ আজম সাগর (মালয়েশিয়া), শাহদাৎ হোসেন (জার্মানি), কামাল পাশা (ওমান), জুলহাস সিকদার (মালদ্বীপ), মিস হেলেন বেগম (ইউকে), আলাল আহমদ জীবন (সৌদি আরব), হাফেজ মাওলানা আবদুর রহমান চৌধুরী (অর্থ) (ইউকে), অনুপম রাজিব (ইউকে), ইঞ্জিনিয়ার নাজমুল হাসান (ইউএই) ও রুবেল আহমেদ (পর্তুগাল)।
সদস্য হিসেবে আছেন মাওলানা রুহুল আমিন (ইউকে), আবদুল হক চৌধুরী (সৌদি আরব), মোহাম্মদ শিবলু তালুকদার (ফ্রান্স), অনিক চৌধুরী (মালয়েশিয়া), মুজাহিদ খান (ইউকে), সেলিম খান (সৌদি আরব), সৈয়দ শাহরিয়ার হোসেন (কানাডা), মনিরুজ্জামান খান (ইউকে), জোবায়ের হোসেন (ফ্রান্স), আবদুল মুকসিত চৌধুরী রাজিব (ইউএসএ) ও জুয়েল শফিকুল (সিঙ্গাপুর)।
সদস্য হিসেবে আরও রয়েছেন মো. শামীম আহমেদ (মালদ্বীপ), মো. জাকির হসেন (ইতালি/ইউকে), হুমায়ুন খান (ইউকে), মোহাম্মদ লুতফুর হোসেন (ইউএসএ), তাজুল ইসলাম নিটু (ইউকে), আশরাফ জনি (ইতালি/ইউকে), এম এন আহমেদ নানু (ইউকে), মো. আজমত কাজী (ইতালি/ইউকে), মুজিবুর রহমান (স্পেন), তারেক আহমেদ (ইউকে), শাহদাৎ খান (ইউএসএ), ইবাদ চৌধুরী (কানাডা), মোহাম্মদ সুমন (বাহরাইন), ডা. তাজুদ ইসলাম (ইউকে) ও মেহেদী হাসান (সৌদি আরব)
এফএস/
Discussion about this post