সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার ভোর ৩টার দিকে বাংলাবাজারের সীমান্ত এলাকার বাঁশতলা থেকে মাছগুলো জব্দ করা হয়।
মাছগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। মাছ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।”
এস এম/
Discussion about this post