মার্চ ফর ৩৫ সমাবেশে বৃষ্টি উপেক্ষা করেই রাজপথে নেমেছেন ৩৫ প্রত্যাশীরা। সকাল ১১ টা থেকে সমাবেশ হবার কথা থাকলেও বৃষ্টির কারণে ১২ টার পর থেকেই বাড়তে থাকে জমায়েত।
গত বুধবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও অবসরের বয়সসীমা ৬৫ করার সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়। এরপর কেউ ৩২ কেউ ৩৫ এর পক্ষে, কেউ আবার চাকরিতে প্রবেশের বয়সসীমা উন্মুক্ত করার দাবিতে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে আন্দোলন। বিশেষ করে সমন্বময়ক সারজিস আলম চাকরিতে প্রবেশের বয়স ৩২ ও অবসরের বয়স ৬২ পক্ষে মত দেন। এরপর ক্ষোভে ফেটে পড়েন ৩৫ প্রত্যাশীরা।গত ১০ বছরের বেশি সময় ধরে একাধিকবার রাজপথে নেমে, হামলা মামলার শিকার হয়েও নিজেদের দাবির কোনো সুরাহা না পাওয়ায় ক্ষোভ জানান তারা।
কালক্ষেপন না করে শিগগিরই সরকারি চাকরিতে প্রবেমের বয়সসীমা ৩৫ এর পক্ষে প্রজ্ঞাপন দেয়ার দাবি জানান তারা।
এস এম/
Discussion about this post