গত বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় পালিয়ে যান মার্কিন সেনা ট্রাভিস কিং। পরে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া যুক্তরাষ্ট্র। কারাগারে ভালো আচরণ এবং সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
ট্রাভিস কিংসের আইনজীবী জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) টেক্সাসে অবস্থিত ফর্ট ব্লিস সামরিক আদালতের শুনানিতে বলা হয়, তার বিরুদ্ধে ১৪টি সামরিক অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে ৫টিতে সে অভিযুক্ত হয়েছে।
ট্রাভিস কিং ২০২১ সালের জানুয়ারিতে সেনাবাহিনীতে যোগদান করেন। উত্তর কোরিয়া পালিয়ে আসার আগে সে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করেছিলেন।
সামরিক বিচারক লেফটেন্যান্ট কর্নেল রিক ম্যাথু বলেন, ট্রাভিস কিং সেনাবাহিনীতে কাজ করা নিয়ে সন্তুষ্ট ছিলেন না এবং সে এক বছর আগে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সামরিক আদালত প্রাঙ্গণে সাবেক এই সেনা সদস্য সাংবাদিকদের বলেন, ‘আমি আগেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আর কখনও ফিরে আসতে চাইনি।’
উত্তর কোরিয়া পালিয়ে যাওয়ার আগে মার্কিন এই সেনা দক্ষিণ কোরিয়ায় দুই মাস কারাভোগ করেন। সেখানে দুই ব্যক্তিকে নির্যাতন এবং পুলিশের গাড়িতে লাথি মারার অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়।
সূত্রঃ বিবিসি
এ ইউ/
Discussion about this post