রাজশাহী-৬ আসনের (চারঘাট-বাঘা) সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সদস্য রাহেনুল হক রায়হান (৬৫) এবং রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
চারঘাট থানার ওসি আফজাল হোসেন জানান, সরকার পতনের পরদিন গত ৬ আগস্ট চারঘাটে নাশকতার ঘটনায় গত ১ সেপ্টেম্বর চারঘাট থানায় একটি মামলা হয়। মামলার তদন্তে রাহেনুল হক রায়হান জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ মামলায় শনিবার বেলা ১১টার দিকে রাহেনুল হক রায়হানকে চারঘাট বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাহেনুল হক রায়হান ২০০০ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। সর্বশেষ গত সংসদ নির্বাচনে তিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে প্রার্থী হয়ে পরাজিত হন।
এদিকে মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকে শুক্রবার দিবাগত রাতে রাজশাহী শহর থেকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের দুলাভাই।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধের চারটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালাম। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ইউ/
Discussion about this post