চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। ৩ উইকেটে ১৫৪ রান করে তৃতীয় দিন শেষ করে তারা। তবে চতুর্থ দিনে এসে অশ্বিনের তোপে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। যার ফলে মাত্র ২৩৪ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। আর ভারত তুলে নিয়েছে ২৮০ রানের বিশাল জয়। ভারতের বিপক্ষে রানের দিক থেকে সবচেয়ে বেশি ব্যবধানের হারের লজ্জা জুটল টাইগারদের।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। চতুর্থ দিনের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার।
মাঝে একবার জীবন পান সাকিব। রবীন্দ্র জাদেজার বলে ক্রিজের বাইরে এসে মারতে গিয়ে মিস করেন সাকিব আল হাসান। কিন্তু ভারতের উইকেটকিপার ঋষভ পান্ত বল গ্লাভসে নিতে পারেননি। অনেক বাইরে চলে আসা সাকিব সময় পেয়ে পৌঁছে যান ক্রিজে। যার ফলে জীবন পান তিনি।
তবে জীবন পেয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে পারলেন না তিনি। দলীয় ১৯৪ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে যশস্বী জয়সাওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে করেন ৫৬ বলে ২৫ রান। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের জুটি।
সাকিবের পথ ধরে দ্রুত সাজঘরে ফিরে গেলেন লিটন দাসও। ১০ বলে মাত্র ১ রান করে রবীন্দ্র জাদেজার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তার বিদায়ে ২০৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।
২০৬ রানে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি বাঁধেন শান্ত। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ২২২ রানে মিরাজ ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। ১০ বলে মাত্র ৮ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মিরাজ। তাকে ফিরিয়ে ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন অশ্বিন।
মিরাজের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান অধিনায়াক শান্তও। একপ্রান্ত আগলে রাখা শান্ত ১২৭ বলে ৮২ রান করে রবীন্দ্র জাদেজার বলে জাসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। তার বিদায়ে ২২২ রানে আট উইকেট হারায় বাংলাদেশ।
মিরাজ আর শান্তর পথ ধরে সাজঘরে ফিরে যান তাসকিন আহমেদও। রবিচন্দ্রন অশ্বিনের ষষ্ঠ শিকার হয়ে দলীয় ২২৮ রানে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ের পর ২৩৪ রানেই থামে বাংলাদেশর ইনিংস। আর ভারত তুলে নেন ২৮০ রানের বিশাল জয়।
এ ইউ/
Discussion about this post