শ্রীলঙ্কার নব নির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে শপথ নিয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী কলম্বোয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ শপথ গ্রহণ করেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় ভোট গণনার পর অনূঢ়াকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী দিসানায়েকে দ্বীপরাষ্ট্রটির প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করেন। সেইসঙ্গে ২০২২ সালে গণবিক্ষোভের মুখে তখনকার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর দুই বছরেরও বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পায় শ্রীলঙ্কা।
প্রসঙ্গত, শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেসহ ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এস/এইচ
Discussion about this post