পরকীয়ায় আসক্ত এক নারী প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে যুবকের বাড়িতে উঠে পড়েন। স্ত্রী মর্যাদা পাওয়ার জন্য ওইদিন সন্ধ্যা থেকে অনশন শুরু করেছেন। আইরিন আক্তার নামের ওই নারীর বড় ছেলের বয়স ১৪ ও ছোট ছেলের ৪ বছর।
অনশনকারী আইরিন আক্তার বলেন, আমিরুল বেপারীর সঙ্গে প্রায় তিন বছর আগে পূজামণ্ডপে তার প্রথম পরিচয় হয়। তখন থেকে পরকীয়া সম্পর্ক শুরু হয় তাদের। এভাবে চলতে থাকলে এক বছর আগে প্রবাসী স্বামীকে ডির্ভোস দেন তিনি।
রোববার (২২ সেপ্টেম্বর) রাজবাড়ির দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকার খালেক মৃধা পাড়ায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে আমিরুলের সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। এর কিছুদিন পর তারা বিয়ে করেন। বিয়ের পরই অন্য মেয়ের সঙ্গে কথা বলা শুরু করে আমিরুল। সেখান থেকেই শুরু হয় সম্পর্কের ফাটল।
মো. ইদ্রিস মিয়ার ছেলে আমিরুল বেপারীর বাড়িতে স্ত্রীর দাবিতে হাজির হয়েছেন ওই নারী। তিনি জানান, তার সঙ্গে ঝগড়া হলে আমিরুল তাকে রেখে গোপনে ঢাকা থেকে পালিয়ে চলে আসে। দৌলতদিয়া ঘাট এলাকায় তাকে দেখে আমিরুল কৌশলে পালিয়ে যায়। তারপর থেকে তিনি আমিরুলের বাড়িতে ওঠেন।
আমিরুলের এক প্রতিবেশী জানান, ওই নারী আসার পরে আমিরুলের আগের স্ত্রীও বাড়িতে এসে হাজির হয়। এ ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করে।
আমিরুলের মায়ের দাবি, তার ছেলেকে ফাঁদে ফেলে জোর করে বিয়ের কাগজপত্র বানানো হয়েছে। তবে, এ বিষয়ে আমিরুল বেপারীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ইউ/
Discussion about this post