পাকিস্তানের জনপ্রিয় টিকটকার নাদিম মোবারক ওরফে নাদিম ননী ওয়ালাকে তার গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহারের দায়ে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) লাহোরের ডিফেন্সের এসএইচওর বিষয়টি নিশ্চিত করেছে।
লাহোরের ডিফেন্সের এসএইচওর জানায়, মেইন বুলেভার্ড ডিফেন্সের নিয়মিত টহলে চেক করার সময় নাদিমের গাড়ির নম্বর প্লেটটি সন্দেহজনক মনে হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে দেওয়া হয়।
গ্রেপ্তারের পর নাদিমের গাড়িটি জব্দ করার পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধভাবে একটি ভুয়া নম্বর প্লেট ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে ডিফেন্স পুলিশ। তাকে আটকের সময় গাড়ির নম্বর প্লেট ছিল ‘আইকে ৮০৪’।
এ ঘটনার পরে এসপি সদর দফতর থেকে একটি আহমেদ জুনাইর চিমার। ওই এক নির্দেশনায় বলা হয়, পুলিশ অফিসারদের ইউনিফর্মে থাকা অবস্থায় টিকটক করা যাবে না বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী কোনো পুলিশ অফিসার বা কর্মকর্তা ডিউটিরত অবস্থায় টিকটক কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া টিকটক কার্যক্রমে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তাতে কোনো ছাড় দেওয়া হবে না।
এম এইচ/
Discussion about this post