রাজধানীর পান্থপথ মোড়ে বিভিন্ন দাবিতে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থীরা। পান্থপথ সিগন্যাল ও কারওয়ান বাজার মোড়ে সোনারগাঁ সিগন্যাল থেকে পান্থপথ অভিমুখে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এতে আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, বর্তমান পরিচালকের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয়, ক্ষমতা কেন্দ্রীভূতকরণ ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলায় নেতৃত্ব দেওয়ায় অভিযোগ থাকায় তার অপসারণ দাবি জানানো হয়। প্রায় এক মাস পার হলেও নিটার প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে, উল্টো শিক্ষার্থীদের দোষী বানিয়ে হোস্টেল বন্ধসহ প্রশাসন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ তাদের।
এম এইচ/
Discussion about this post