অস্ট্রেলিয়ায় গাড়ি চাপায় মো. ইসমাইল হোসেন নামে (৩৫) এক বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার মো. আমানত উল্লাহ ও মরিয়ম বেগম দম্পতির বড় ছেলে।
রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সিডনি শহরে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে নিহত ইসমাইল হোসেনের ফুফাতো ভাই আবদুল লতিফ বলেন, ইসমাইল তার এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসার সামনে ড্রাইভিং চালানো শিখছিলেন। এ সময় তার বন্ধু গাড়ি চালাচ্ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল মারা যান।
তিনি আরও বলেন, ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলোজিতে যান। তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।
Discussion about this post