শিগগিরই দেশে ফিরতে চান লেবানন প্রবাসীরা। দেশে ফিরতে ইচ্ছুকদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ ব্যাপারে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএম সহায়তা করবে বলে জানান তিনি। তবে দেশে ফেরার আগ পর্যন্ত প্রবাসীদের নিরাপদে আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা।
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে এই মুহুর্তে কত সংখ্যক বাংলাদেশি আছেন, তার সঠিক পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন সুত্রে জানা যায়, বৈধ-অবৈধ মিলে প্রায় দেড়লাখ বাংলাদেশি আছেন। বর্তমানে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠির ওপর ইসরাইলের হামলার ফলে প্রবাসী বাংলাদেশিরা চরম সংকটে পড়েছেন। সবচেয়ে বেশি বিপদে আছেন নারী কর্মীরা। একদিকে কাজ না থাকা, অন্যদিকে জীবনের ঝুঁকি রয়েছে তাদের। জীবন বাঁচাতে তারা ঠাঁই নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। দ্রুত দেশে ফিরতে চান প্রবাসী বাংলাদেশিরা।
লেবানন প্রবাসী বাংলদেশিদের ফেরাতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ ব্যাপারে কাজ করছে সরকার।
দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের বৈরুতে থাকা দূতাবাসের সাথে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
এম এইচ/
Discussion about this post