শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর
পদসংখ্যা: ১
যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চার্টার্ড/প্রফেশনাল ইঞ্জিনিয়ার হলে ভালো। রেলভিত্তিক ম্যাস ট্রানজিট সিস্টেম বা প্রকল্পে প্ল্যানিং ও ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিইও, ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর বা এর উচ্চতর পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বড় কোনো প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দেশের বাইরে ম্যাস ট্রানজিট সিস্টেম বা মেট্রোরেলে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: ৫০ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন–ভাতা: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র কোম্পানি সেক্রেটারি বরাবর [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৪।
সূত্র: প্রথম আলো
এস/এইচ
Discussion about this post