বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছাত্র-জনতার আন্দোলনের মাস্টারামাইন্ড আখ্যা দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন। এটা যদি কাউকে ব্যাখ্যা করে বুঝাতে হয়, তাহলে একটু অসুবিধা আছে। ১৬ বছর ধরে হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আর তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে।’
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবিলম্বে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন।
গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন অনুষ্ঠান করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘নির্বাচন যত পিছিয়ে যাবে, সংকট তত তীব্র হবে। এ জন্য যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি নির্বাচিত সরকার দেশ পরিচালনায় তার উপযুক্ততা প্রমাণ করতে পারবে। সেদিকেই আমি সরকারকে আহ্বান করি।’
তিনি আরও বলেন, ‘আমরা বর্তমান সরকারের কাছে খুব বেশি কিছু প্রত্যাশা করি না। ছোট্ট একটি প্রত্যাশা আছে। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারে না। ড. মুহাম্মদ ইউনূস জ্ঞানগরিমা এবং কর্মের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি। তিনি নির্বাচন কবে হবে—এই কথাটা যত দিন জাতিকে জানাতে না পারবেন, তত দিন নানান বিতর্ক তৈরি হবে। এই বিতর্ক সৃষ্টিতে সরকারের ভূমিকা থাক, এটা আমরা প্রত্যাশা এবং পছন্দ করি না।’
এম এইচ/
Discussion about this post