লেবাননের হিজবুল্লাহ সদস্যদের ওপর প্রাণঘাতী পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণকে কেন্দ্র করে উড়োজাহাজে সব ধরনের যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান।
শনিবার (১২ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
গত তিন সপ্তাহ আগে লেবাননে প্রাণঘাতী পেজার বিস্ফোরণ ঘটে। এরই প্রেক্ষিতে ইরানের বেসামরিক বিমান সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফোন ছাড়া যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নিয়ে উড়োজাহাজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
হিজবুল্লাহ সদস্যদের ওপর এই হামলায় অন্তত ৩৯ জন নিহত হন। আহত হন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতসহ প্রায় ৩ হাজার।
এ মাসের শুরুতে দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থা এমিরেটস তাদের উড়োজাহাজে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করে।
এম এইচ/
Discussion about this post