রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- আজাদ হাওলাদার, মো. হান্নান হাওলাদার, মো. মিলন লাঠিয়াল ও মো. আ. আজিজ হাওলাদার। এ সময় তাদের কাছ থেকে একটি ছেনা (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কল্যাণপুর ওভার ব্রিজের নিচে দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে একটি ডাকাত দল। খবরের ভিত্তিতে টহল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এ ইউ/
Discussion about this post