১১ বছরের বিরতি দিয়ে আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে চিটাগং কিংস। এবার ফ্র্যাঞ্চাইজিটি দিচ্ছে একের পর এক চমক। এরইমধ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দিয়েছে চিটাগং।
এবারই প্রথম বিপিএলে ব্র্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে আফ্রিদিকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করবেন বলে জানা গেছে। চিটাগংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি বুমবুম আফ্রিদি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
সবশেষ ২০১৯-২০ মৌসুমে বিপিএলে খেলেছিলেন আফ্রিদি। পরবর্তীতে লিজেন্ডস লিগ কিংবা মাস্টার্স লিগের মতো টুর্নামেন্টে নিয়মিত খেললেও পেশাদার ক্রিকেটে দেখা যায় না তাকে। সব মিলিয়ে বিপিএলে ৪৫ ম্যাচের৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার। বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।
আফ্রিদির আগে কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে শন টেইট এবং এনামুল হক জুনিয়রকে। তার সহকারী হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক স্পিনার এনামুল হক।
Discussion about this post