ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই পূরণ হতে যাচ্ছে সাকিবের এই স্বপ্ন। ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে প্রটিয়ারা। তবে সমর্থকদের আগ্রহ সাকিবকে নিয়ে। কবে দেশে ফিরবেন এই অলরাউন্ডার?
মিরপুরে আগামী ২১ অক্টোবর প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন। মাঠে নামার আগে সাকিবকেও অনুশীলন করতে হবে দলের অন্যদের সঙ্গে। ফলে দুই-একদিনের মধ্যেই ঢাকায় ফিরতে হবে তাকে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার ঢাকায় পা রাখবেন সাকিব। কড়া নিরাপত্তায় তিনি সরাসরি উঠবেন টিম হোটেলে।
স্বৈরাচারি শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েছেন আওয়ামী লিগের সংসদ সদস্য সাকিব আল হাসান। সাকিবের বিরুদ্ধে মামলাও হয়েছে।
এই অবস্থায় সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয় সংশয়। ভারত সফর শেষ করে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি।
তবে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেয়া হয়েছে, সাকিবকে হয়রানি করা হবে না। জনরোষের মুখে পড়তে পারেন এমন শঙ্কা থাকলেও তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে বলেই জানিয়েছে সরকার।
এস এইচ/
Discussion about this post