জাতপাত ভুলে লালন ভক্ত-অনুসারীরা কুষ্টিয়ার আখড়াবাড়িতে জড়ো হয়ে অজানাকে জানছেন। সাধু সঙ্গে সহজ মানুষের সন্ধান করছেন।‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এই বাণীকে সামনে নিয়ে লালন ফকিরের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের লালন স্মরণোৎসবের আজ দ্বিতীয় দিন। গেল রাতে এই উৎসবের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এরপরই একতারা, দোতারা আর ঢোল-বাঁশির সুরে জমে উঠেছে ভবের হাট।
১৩৪ বছর ধরে এই লালন উৎসব চলে আসছে। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক লালন ফকির দেহত্যাগের পর প্রথমে তার অনুসারীরা ও পরে লালন একাডেমি এ উৎসব চালিয়ে আসছে। প্রথম দিকের সাধুসঙ্গের এই উৎসব এখন বিশাল লালন স্মরণোৎসবে পরিণত হয়েছে। আজ দ্বিতীয় দিনে দেশি- বিদেশি ভক্তদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে এ সাধুর হাট। লালন ভক্ত, বাউল, ফকির ও অনুসারীরা আখড়াবাড়িতে এসে মানুষ ভজনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করছেন। পাশাপাশি মনের হিংসা, রাগ দূর করতে লালন ফকিরের দেখানো মতের দারস্থ হচ্ছেন।
ঢাকা থেকে আসা লালন অনুসারী নাদিম সাহা ফকির বলেন, প্রত্যেকবার লালন উৎসবে আসতে একটি সৎ উদ্দেশ্য থাকে। এবার দেহকে চালাতে ফকির লালনের কাছ থেকে যতসামান্য দীক্ষা নিতে এসেছি। লালন সাঁইজি পবিত্র কোরআনের আঙ্গিকে দেহ নিয়ে অনেক তত্ত্ব দিয়ে গেছেন।
এস এম/
Discussion about this post