ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (২০ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস আই সাইফুল ইসলাম। এর আগে একই দিন ভোরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া গাজী মিয়ার বরই বাগানের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল মিয়া (৩০) বিজয়নগর উপজেলার দুলালপুর পূর্ব পাড়ার শাহজাহান মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) এস আই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল নিয়ে অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সুত্রঃ আর টিবি
এম এইচ/
Discussion about this post