যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার (২১ অক্টোবর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গুলি তিনজন শিশু এবং দুইজন পূর্ণ বয়স্কো ব্যক্তি। কিং কাউন্টির শেরিফ দপ্তর এক বিবৃতিতে বলা হয়েছে ওই বাড়িতে বসবাস করা এক কিশোরীও আহত হয়েছে।
শেরিফ দপ্তরের মুখপাত্র মাইক মেলিস ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, শেরিফের ডেপুটিরা কোনো বাধা ছাড়াই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
তবে গুলিতে নিহত সবাই একই পরিবারের সদস্য কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে শেরিফ দপ্তর।
শেরিফ দপ্তর জানায়, ফল সিটির একটি বাড়িতে বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়, সোমবার ভোররাতে এমন কথা জানিয়ে অনেকে ফোন করলে ডেপুটিরা তাতে সাড়া দিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল সিয়াটল শহর থেকে ১৬ কিলোমিটার পূর্বে।
ওই বাড়ির এক প্রতিবেশীর কিছু মেডিকেল প্রশিক্ষণ থাকায় জরুরি বিভাগের কর্মীরা আসার আগেই তিনি গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম হন।
হেফাজতে নেওয়া সন্দেহভাজন কিশোরকে কিং কাউন্টি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কিংবা বুধবার তাকে আদালতে হাজির করা হতে পারে।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post