গাজার পাশাপাশি লেবাননের বিভিন্ন স্থানে আগ্রাসী বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরই প্রেক্ষিতে গত ৪৮ ঘণ্টায় লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৩ কমান্ডার ও ৭০ যোদ্ধাকে হত্যার দাবি জানিয়েছে দেশটি।
হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাফিউদ্দিনকে হত্যার তথ্য নিশ্চিতের পরের দিন এ দাবি জানাল ইসরায়েলের সামরিক বাহিনী।
বুধবার (২৩ অক্টেবার) এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে তারা হিজবুল্লাহর অবকাঠামো এবং যোদ্ধাদের বিরুদ্ধে সীমিত ও স্থানীয়ভাবে টার্গেট ভিত্তিক অভিযান পরিচালনা চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেনাবাহিনী স্থল ও বিমান হামলায় হিজবুল্লাহর প্রায় ৭০ জন যোদ্ধাকে নির্মূল করেছে।
হিজবুল্লাহর ড্রোন সরাসরি আঘাত হানে নেতানিয়াহুর বেডরুমেহিজবুল্লাহর ড্রোন সরাসরি আঘাত হানে নেতানিয়াহুর বেডরুমে।
এ ছাড়া বুধবার দক্ষিণ লেবাননের বন্দর শহর টাইরের কয়েকটি কেন্দ্রীয় এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শহর থেকে উত্তরের দিকে তাদের সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের সরকার জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৬৩ জন সহ এ পর্যন্ত ২,৫৩০ জন নিহত হয়েছে। এছাড়া হামলার মুখে অন্তত ১২ লাখ লেবানিজ তাদের বাড়িঘর থেকে পালিয়ে গেছেন।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post