নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ২৮৯ রাউন্ড ২২ বোরের পিস্তলের গুলি ও ৬৩ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় একদল যুবক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ফতুল্লার ভোলাইল মাঠে খেলতে গিয়ে স্থানীয় যুবকরা গুলিগুলো দেখতে পেয়ে সরাসরি থানায় নিয়ে আসেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় ২৮৯ রাউন্ড ২২ বোরের পিস্তলের গুলি ও ৬৩ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলিগুলো পুলিশের নয়।
ধারণা করা হচ্ছে- উদ্ধারকৃত গুলিগুলো গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শহরের চাষাঢ়ায় রাইফেলস ক্লাব থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির অংশবিশেষ।
এস এইচ/
Discussion about this post