ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে আল-মানারা এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে ১৪ জন শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এই হামলা করে দখলদার বাহিনী। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার জাবালিয়াতে দশটিরও বেশি আবাসিক ভবন ধ্বংস করার পরে এই হামলার মাধ্যমে ব্যাপক হতাহতের ঘটনা ঘটলো।
এদিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালেও বোমা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শিশু নিহত হয়েছে। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী পূর্ব খান ইউনিসের একটি পরিবারের ১৪ শিশুসহ ৩৩ জনকে হত্যা করেছে। হতাহতদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেয়া হয়েছে।
হাসপাতালের চিকিত্সকরা নিশ্চিত করেছেন যে ১৪ জন শিশুই শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। ভবনটিতে মারাত্মক বোমা এবং শেল ছোড়ার কারণে ভবনের ভেতরে মানুষ থাকাকালীন আরও কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রঃ আল জাজিরা
এ ইউ/
Discussion about this post