রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশা আরোহী এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। নিহত অন্যজন রিকশাচালক।
রোববার (২৭ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাংক কর্মকর্তার নাম দিদার এলাহী। তিনি এসবিএসি ব্যাংকের প্রধান শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে।
পুলিশ ও ব্যাংক কর্মকর্তার সহকর্মীরা জানান, গ্রামের বাড়ি থেকে রাতে ঢাকায় ফেরেন দিদার এলাহী। এরপর রিকশায় করে মাতুয়াইল হাসপাতাল সংলগ্ন বাসায় ফেরার সময় একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ইউ/
Discussion about this post