অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে।
বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হবে। খালেদা জিয়াকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নেওয়া হবে। ‘
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘যুক্তরাজ্যে যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব।’
উল্লেখ্য, খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী ৭ নভেম্বর যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে। এই সফরে তার সঙ্গে প্রায় ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের যুক্তরাজ্য সফরের কথা রয়েছে।
এ ইউ/
Discussion about this post