বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. জামিল হাসানকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ সদস্যরা আটক জামিলকে অনুসরণ করছিল। কিন্তু সে বারবার স্থান পরিবর্তন করে। সর্বশেষ খাসেরহাট এলাকায় সে তার খালাতো ভাইয়ের বাসায় ছিল। সেখান থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। নিহত মাইশা ফৌজিয়া মিম পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার পরপরই ওইদিন প্রায় ৫ ঘণ্টা এবং পরদিন ফের মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।\
এস এইচ/
Discussion about this post