রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা দেখা গেছে। গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা ওই পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। গতকাল সোমবার গভীর রাতে খন্ডিত পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘আমরাও খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে, কোনো হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা, কোন ভাবে এখানে চলে আসছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে চিকিৎসকেরা কেটে বাদ দিয়েছে। কোনো রক্ত নেই, একবারে শুকনা। কিভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।’ সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায়ই অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
এস এম/
Discussion about this post