টানা দরপতনের মধ্যে মূলধনি মুনাফায় কর কমানোর খবরে ইতিবাচক প্রভাব পড়েছিলো শেয়ারবাজারে। পরপর দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী ছিল সূচক-লেনদেন উভয়। তবে বুধবার (৬ নভেম্বর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আবারও পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার।
এদিন প্রধান শেয়ারবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর পতন হয়েছে। পাশাপাশি মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
বুধবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। সূচকটি বাজার শেষে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ০ দশমিক ১ পয়েন্ট কমেছে। আর ডিএসইর শরীয়াহ্ সূচক ০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে মোট ৬৫১ কোটি ২০ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা।
এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৮৫ কোম্পানির। বাকি ২৮১ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
এস এইচ/
Discussion about this post