সালমান খানের পরে এবার শাহরুখ খানও পেলেন হত্যার হুমকি। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে হুমকি এসেছে, যা মুম্বাইয়ের বান্দ্রা থানায় আজ বৃহস্পতিবার অভিযোগ হিসেবে জমা পড়েছে। কে বা কারা এর মূলে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, হুমকিটি ছত্তীসগঢ় থেকে এসেছে এবং ফয়জন খান নামে এক ব্যক্তির ফোন নম্বর থেকে হুমকি পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই রায়পুরে পৌঁছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
এদিকে, সালমান খানও কয়েক মাস ধরে হত্যার হুমকি পাচ্ছেন। তার হত্যার হুমকির পেছনে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাং। বিষ্ণোই গ্যাং সালমানকে কৃষ্ণসার হরিণ মামলার বিষয়টি নিয়ে হুমকি দিয়েছে এবং তার জীবন রক্ষা করতে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে।
এই গ্যাংয়ের পক্ষ থেকে সালমানের বাড়ির সামনে গুলিবর্ষণও করা হয়েছে। ১২ অক্টোবর, সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যার জন্য গ্যাংটি দায় স্বীকার করেছে, এবং তারা বলেছে যে, সিদ্দিকির মৃত্যু সালমানের সঙ্গে তার সম্পর্কের জন্য ঘটেছে। বর্তমানে, সিদ্দিকির পরিবারের সদস্যদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এখন শাহরুখ খানও এই হুমকির শিকার, যা তার এবং সালমানের দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এর পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে।
আর এম/
Discussion about this post