মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের দুদিন পর ধলেশ্বরী নদী থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম রুবেল মিয়া (৩৫)। তিনি ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে। পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোন কল পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জাহাঙ্গীর বলেন, নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তাঁর রক্তাক্ত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ইউ/
Discussion about this post