নানা নাটকিয়তার পর অবশেষে মনোয়ানপত্র দাখিল করেছেন বায়রা গণতান্ত্রিক যুবঐক্য মহাজোটের প্রার্থীরা। শনিবার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনে বায়রা ভবনে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বায়রা গণতান্ত্রিক যুবঐক্য মহাজোটের আহ্বায়ক রবিউল ইসলাম রবিন , সদস্য সচিব মোজাম্মেল হক, জোটের প্রধান উপদেষ্টা লায়ন এম এ রশীদ সম্রাট ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম সহ সময় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জোটের আহ্বায়ক রবিউল ইসলাম রবিন বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে একটি চক্র ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। তারই ধারাবাহিকতায় খুব অল্প সময়ের নোটিসে মনোয়নপত্র দাখিলের সময়সীমা বেধে দেয়া হয়। যা অতিত ইতিহাসে এমন ঘটনা ঘটেনি।
আহ্বায়ক জানান, ৭ নভেম্বর বায়রা বিজ্ঞপ্তিতে জানায়; ৮ নভেম্বর শুক্রবার মনোনয়নপত্র বিতরণের দিন নির্ধারণ করা হয়। মনোনয়পত্র দাখিলের শেষ দিন দেয়া হয় ৯ নভেম্বর। যা মনোয়ন প্রত্যাশী প্রার্থীদের মনোয়ন দাখিল করা কষ্টকর ছিলো। তারপরেও জোটের পক্ষ থেকে মনোয়নপত্র দালিখ করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করতে পারলে বায়রা গণতান্ত্রিক যুবঐক্য মহাজোট বিপুল ভোটে জয় লাভ করবে। একই সঙ্গে এই জোট বায়রার নেতৃত্বে আসলে সদস্য বান্ধব ও সিন্ডিকেট মুক্ত বায়রা গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
জোটের প্রধান উপদেষ্টা লায়ন এম এ রশীদ সম্রাট বলেন, এই জোট নির্বাচিত হলে সবার আগে প্রাধান্য দেয়া হবে সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো।
সিন্ডিকেটের কঠোর সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, অতিতের কর্মকাণ্ডের কারণে এই ব্যবসার ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এস এইচ/
Discussion about this post