রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচ শিশুসহ আরও ২১ জন আহত হয়েছেন। এছাড়া হামলায় দক্ষিণ ইউক্রেনের বেশ কয়েকটি ভবনে আগুন লেগে যায়।
আঞ্চলিক গভর্নররা বলেছে, মাইকোলাইভ অঞ্চলে পাঁচজন নিহত হয়েছে এবং জাপোরিঝিয়া অঞ্চলে একজন নিহত হয়েছেন। এসব এলাকায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন অঞ্চলগুলোর গভর্নররা। টেলিগ্রামে তারা বলেছেন, জাপোরিঝিয়ায় আহতদের মধ্যে ৪ থেকে ১৭ বছর বয়সী পাঁচজন নাগরিক রয়েছেন।
আর রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইউক্রেনের বিমান বাহিনী সোমবার (১১ নভেম্বর) বলেছে, রাতারাতি রাশিয়ার থেকে আসা অন্তত দুইটি মিসাইল এবং ৩৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেন এবং রাশিয়া উভয়েই তাদের হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে হাজার হাজার মানুষ মারা গেছে, তাদের বেশিরভাগই ইউক্রেনীয়। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুসারে, মাইকোলাইভ এবং জাপোরিঝিয়া অঞ্চল এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশেই বিমান হামলার সতর্কতার জারি করা হয়।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post