কাকরাইল মার্কাজ সম্পূর্নভাবে নিজামুদ্দীনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেয়া ও মাওলানা সাদের ইজতিমায় উপস্থিত নিশ্চিতসহ ৭ দফা দাবি জানিয়েছেন সাদ পন্থীরা। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে কাকরাইল মার্কাজের ইমাম মুফতি মুহাম্মদ আযীমুদ্দীন এ ঘোষণা করেন।
এসময় তারা আরও দাবি করে বলেন, দেশের সব মসজিদে তাবলীগের শান্তিপূর্ন কার্যক্রম পরিচালনা উভয়পক্ষের জন্য নিশ্চিক করার কথা জানান। তাবলীগের ইস্যু নিয়ে বিভিন্ন সহিংসতাপূর্ন মাদ্রাসা ছাত্রতের ব্যবহার নিষিদ্ধের দাবি করেন।
সরকার ভিসা দিলে মাওলানা সাদকে বিমানবন্দর থেকে লাল গালিচা সংবর্ধনা ঘোষণা দেয় সাদ পন্থি নেতারা। সাথে মাওলানা সাদকে নিরাপত্তা দিতে প্রস্তুত আছে সারাদেশের ২০ লাখ সাথী।শুক্রবার সাদপন্থীরা কাকরাইল মসজিদে যেতে চান যেটি এখন যোবায়ের পন্থীদের দখলে আছে। এতে কোনো ধরনের সংঘাত হলে এর দায় ভার যোবায়ের পন্থীদের নিতে হবে।উল্লেখ্য ২৮ দিন যোবায়ের পন্থীরা ও ১৪ দিন সাদ পন্থীদের মসজিদে তাবলীগি কার্যক্রম পরিচালনা করে থাকেন। এরই প্রেক্ষিতে আগামী শুক্রবার সাদ পন্থীদের কার্যক্রম থাকার কথা। তবে যোবায়ের পন্থীরা মসজিদে লাঠিসোঠা জামায়াত করার অভিযোগ করেন সাদ পন্থী সাথীরা।
এস এম/
Discussion about this post