শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের ডাকে আগামীকাল দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অসন্তোষের মধ্যে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতিবিরোধী রূপরেখা তুলে ধরে জয়ী হন অনুরা কুমারা দিশানায়েক। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ২২৫ সদস্যের সংসদে দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের মাত্র তিনটি আসন রয়েছে। যা দুর্নীতি মোকাবিলা এবং শ্রমিক শ্রেণির অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় পদ্ধতিগত পরিবর্তন আনতে তার ক্ষমতাকে সীমিত করে।
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়েক যে দৃঢ় সমর্থন পেয়েছিলেন বৃহস্পতিবারের নির্বাচনে তা সম্ভবত বজায় থাকবে। বর্তমানে শ্রীলঙ্কা ইতিহাসে সবচেয়ে ছোট মন্ত্রিসভা- এতে প্রধানমন্ত্রী হরিন্নি আমারাসুরিয়া এবং দু’জন মন্ত্রী রয়েছেন। শ্রীলঙ্কাতে শুধু আইনপ্রণেতাদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া যায়।
দু’বছর আগের ভয়াবহ অর্থনৈতিক মন্দার সাথে লড়াই করছে দেশটি। যদিও সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে দুই দশমিক নয় বিলিয়ন ডলার ঋণ পাওয়ার পর অর্থনীতিকে স্থিতিশীল করার কৃতিত্ব দেয়া হয়।
তবে তিনি যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তা প্রধানত সরকারি ভর্তুকির অবসান ঘটায়। এর ফলে খাদ্য ও জ্বালানির ভয়াবহ মূল্য বাড়ে, যা লাখ লাখ শ্রীলঙ্কানের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দিশানায়েক বলেন, ঋণ সুরক্ষিত করার জন্য আরোপিত কৃচ্ছসাধন ব্যবস্থা সহজ করার জন্য তিনি আইএমএফ বেইলআউট প্যাকেজের শর্তাবলী নিয়ে নতুন করে আলোচনা করবেন।
এস এইচ/
Discussion about this post