অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। এ লক্ষ্যে তারা কাজ করছেন।
উল্লেখ্য, জলবায়ু বিষয়ক কপ২৯ শীর্ষ সম্মেলনে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন ড. ইউনূস। তার এক ফাঁকে ক্ষুদ্রঋণের জনক ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস ওই সাক্ষাৎকার দেন।
তিনি বলেন, দেশকে তিনি একটি গণতান্ত্রিক ভোটের পথে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, আমরা এই প্রতিশ্রুতিই দিয়েছি। প্রতিশ্রুতি দিয়েছি যে, যত তাড়াতাড়ি আমরা প্রস্তুত হবো, তত তাড়াতাড়ি নির্বাচন হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনা করবে। দ্রুততার সঙ্গে সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, পাশাপাশি সরকার, পার্লামেন্ট এবং নির্বাচনী আইনের ধরনের বিষয়ে দেশকে দ্রুতই একমত হতে হবে।
ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। ফলে আমাদের মেয়াদ যতটা সংক্ষিপ্ত সম্ভব তা হওয়া উচিত।
ড. ইউনূস আরো বলেন, স্থিতিশীলতা নিয়ে যেকোনো সরকার সচেতন থাকে। আমরাও আছি। আমরা আশাবাদী- এটা চিহ্নিত করে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ করতে পারবো। বিপ্লবের পর মাত্র তিন মাস সময় পার হয়েছে।
এ ইউ/
Discussion about this post