তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা লাশ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময়, মৃত বলে শনাক্ত করা নারীর ব্যবহৃত মোবাইল থেকে ফোন আসে। ফোনে বলা হয়, “আমি মরে যাইনি, বেঁচে আছি।” পরে জানা যায়, লাশটি ছিল অন্য এক নারীর, যার নাম সেলিনা বেগম।
ঘটনার সূত্রপাত ১১ নভেম্বর সন্ধ্যায়, যখন তালা উপজেলার কাঞ্চনপুর এলাকায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা তার লাশ সনাক্তের দাবি করেন। কিন্তু পরবর্তী সময়ে ফোনের মাধ্যমে জীবিত নারীর সংবাদ জানার পর, পরিবারের মধ্যে শোকের পাশাপাশি অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।
পরে তদন্তের মাধ্যমে নিশ্চিত হয় যে, নিহত নারী ছিলেন সেলিনা বেগম। একজন মানসিক রোগী, যিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন।
এস এইচ/
Discussion about this post