খুন করার চেয়েও খারাপ অপরাধ গুম বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আইন উদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বন্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনেস্ট ইনভোলেন্টারি ডিসএপিরেন্স-এএফএডি’র দুই দিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এসময় একই সাথে সরকার গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে বলেও জানান আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের শেকড় এতটাই গভীরে চলে গেছে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গত ১৫ বছরে তারা জড়ো হয়েছে আর এদিকে আমরা কয়েক সপ্তাহ এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছি।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে রয়েছে।
অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
এ ইউ/
Discussion about this post