অনলাইনে যুদ্ধবিরোধী মন্তব্য করায় রাশিয়ার ৪৩ বছর বয়সী এক নারীকে ৮ বছরের জেল দিয়েছে মস্কোর সামরিক আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ওই নারী ইউক্রেনে যুদ্ধবিরোধী মন্তব্য করার পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেন। রাশিয়ার নিউজ এজিন্সে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বেরেজিনস্কায়া বলেছিলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় আগ্রাসনের পর প্রথম মাসগুলোতে রুশ সেনারা ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যা ও শহরগুলো ধ্বংস করেছে।
সেই সময় পুতিনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘ওই হারামজাদাকে ধ্বংস করে দাও। পৃথিবীর বুক থেকে তাকে মুছে দাও।’
মস্কো ভিত্তিক একটি থিরেটারের পরিচালক এবং দুই সন্তানের মা অ্যানাস্থাসিয়া বেরেজহিনসকায়ার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে রুশ সেনাবাহিনীকে অসম্মান এবং ভুয়া তথ্য ছাড়ানো।
রাইট প্রজেক্ট ওভিডির তথ্যানুসারে, ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কথা বলায় রাশিয়াতে ১ হাজারের বেশি মানুষকে অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় ২০ হাজার মানুষকে আটক করা হয়েছে।
২০২২ সালের ১৪ মে ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকনটাকিতে পুতিনকে অপমান করে একাধিক পোস্ট করেন। যেখানে তিনি বলেন, ইউক্রেনে হামলায় আবাসিক ভাবন থেকে নারী, পুরুষ এবং শিশুদের লাশ টেনে টেনে বের করা হচ্ছে।
তবে মস্কো বরাবরই বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে। যদিও ইউক্রেনে রুশ হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
এ ইউ/
Discussion about this post