গাজীপুরে বেক্সিমকো পার্কের শ্রমিকরা ও ডরিন গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজও চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। অবিলম্বে বকেয়া বেতনের দাবি শ্রমিকদের।
মঙ্গলবার সকাল ১০টা থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে তারা। গত বুধবার থেকে এক মাসে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
অপরদিকে, ফ্যাক্টরি বন্ধ ও ১৩ জন ষ্টাফ কারখানায় ঢুকানোর প্রতিবাদে ডরিন গার্মেন্টসের শ্রমিকেরাও আজ দ্বিতীয় দিনের মত চন্দ্রা- নবীনগর অবরোধ করে রেখেছে।
এতে করে দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা।
শ্রমিক অসন্তোষের জেরে আজও আশপাশের এলাকার বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বেক্সিমকো পার্কে স্টাফসহ ৪১ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে তাদের বেতনের পরিমাণ হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা। প্রতিমাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন তারা বেতন ঠিকমতো পাচ্ছেন না। যার কারণে তারা আন্দোলন করছে।
এস এইচ/
Discussion about this post