র্যাফেল ড্র জিতলেই পাওয়া যাবে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেয়া টেসলার সাইবার ট্রাক। ক্রেতা আকর্ষণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গোল্ডসুকে এই প্রথমবার স্বর্ণের প্রলেপ দেয়া টেসলার সাইবার ট্রাক প্রদর্শনীতে রাখা হয়েছে। যারা ৫০০ দিরহামের স্বর্ণ কিনে লটারিতে অংশগ্রহণ করবেন তাদের মধ্য থেকে যেকোনো একজন পাবেন টেসলা কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তির বৈদ্যুতিক গাড়িটি।
গোল্ডসুকে আসা ক্রেতা ও দর্শনার্থীর কৌতূহল এখন এই গাড়িকে ঘিরে। মূলত স্বর্ণের দাম কমে আসায় বিশ্বখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ডসুকে আবারও বাড়ছে ক্রেতার সংখ্যা। দুবাই ফেস্টিভাল উপলক্ষে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে এই বাজারে ২৪ ক্যারেট স্বর্ণে মোড়ানো টেসলা সাইবার ট্রাক উপহার হিসেবে প্রদর্শনীতে রাখা হয়েছে।
কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ডসুকে লাফিয়ে লাফিয়ে স্বর্ণের দাম বাড়ে। তবে সম্প্রতি সেখানে আবারও দফায় দফায় কমছে স্বর্ণের দাম। তাই দুবাই স্বর্ণের বাজারে ক্রেতাদের আনাগোনা বেড়েছে কয়েকগুণ। পুরো গোল্ডসুক ঘিরে বিক্রেতাদের মাঝে যেন উৎসবের আমেজ। ক্রেতা আকর্ষণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানগুলো। যার উদাহরণ স্বর্ণের প্রলেপ দেয়া টেসলার এ গাড়ি।
ইতিহাসের সর্বোচ্চ দাম বাড়ার পর স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকে এই মুহূর্তকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় স্বর্ণ কিনে নিচ্ছেন বাজার থেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর স্বর্ণের বাজার নিম্নমুখী বলে ব্যবসায়ীদের দাবি।
Discussion about this post