প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে এসেছেন এক যুবক। সাভারের ১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পড়ুয়া এক যুবতীর প্রেমে মজে এসেছেন তিনি। চলতি মাসের শুরুতে বিয়ে হলেও শুক্রবার (২২ নভেম্বর) তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে. মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শুক্রবার বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা।
ভিনদেশি যুবকের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ।
এস এইচ/
Discussion about this post