রাজধানীর ফার্মগেটে ‘মানসী প্লাজা’ ভবনের আগুন ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে বিকাল ৫টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এর আগে শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ভবনটির বেজমেন্টে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, আগুনটি তেমন ভয়াবহ ছিল না। তবে ভবনের বেজমেন্টে প্রচুর ধোঁয়া ছিল। ধোঁয়ার কারণে ভেতরে ঢুকতে সময় লেগেছে। এজন্য আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে।
আজ দুপুর ২টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র আছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।
আর এম/
Discussion about this post