বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারলে সেই সংসদ বাস্তবতার নিরিখে সংস্কার করতে পারবে। শঙ্কা প্রকাশ করেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে।
বুধবার (২৩ নভেম্বর) দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সম্মেলনে দলের মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র চলছে, দেশকে বাঁচাতে নির্বাচন চায় বিএনপি। বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না। দেশের স্বার্থে দেশের মানুষের জন্য নির্বাচন চায় বিএনপি।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদকে প্রতিহত করার মূল নায়ক তারেক রহমান। তাকে দিয়েই দেশে ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
এম এইচ/
Discussion about this post